রাজধানীর মোহাম্মদপুরে আবারও ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ফের গুলি

- আপডেট সময় ০৪:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
এক মাসের ব্যবধানে রাজধানীর মোহাম্মদপুরে একই ব্যবসায়ীর বাসায় ঢুকে আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মোহাম্মদপুর টাউন হল সংলগ্ন শেরশাহ শূরী রোডে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ব্যবসায়ী মনির হোসেনের বাসার গ্যারেজে ঢুকে গুলি চালান মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ বলছে, সোমবার দুপুর দুটার দিকে একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি ঐ ব্যবসায়ীর বাসার সামনে আসে। পরে পেছনে থাকা লোকটি মোটরসাইকেল থেকে নেমে বাড়ির গ্যারেজে ঢুকে গুলি চালান। এরপর ওই মোটরসাইকেলে করেই পালিয়ে যান।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গত ২৪ মার্চ শেরশাহ সূরী রোডের মনির হোসেন নামে এক ব্যবসায়ীর বাসার নিচতলায় দুই সন্ত্রাসী ঢুকে। এরপর তারা গুলি করে পালিয়ে যায়। একই বাসার গেটের সামনে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আবার ফাঁকা গুলি করে চলে যায়।
এসি মেহেদী হাসান আরও বলেন, এক মাস আগের গুলির ঘটনার সঙ্গে এ ঘটনার মিল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এক মাস আগের গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় সম্পৃক্ত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন এক মাস আগের ওই ঘটনার সময় বাসায় না থাকলেও এবার বাসার নিচতলায় ছিলেন তিনি।
তিনি বলেন, এবার আমার কাছে কিছুই দাবি করেনি সন্ত্রাসীরা। তারা এক রাউন্ড গুলি করে চলে যায়। আমাদের মতো ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি হতাশাজনক।
সোমবারের ঘটনার ফুটেজে দেখা যায়, ঘটনার সময় ঐ বাসার এক ব্যক্তি গেট খুলে দেন। এ সময় অপর এক ব্যক্তি বাইসাইকেল নিয়ে গ্যারেজে ঢুকেন। এরপর গেট লাগিয়ে দেওয়ার পর দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে বাসাটির সামনে থামেন। এরপর মোটরসাইকেলে চালকের পেছনে বসা হেলমেট পরা ব্যক্তি নেমে ভেতরে ঢুকার সময় কোমর থেকে অস্ত্র বের করেন এবং ভেতরে দুই পা রেখে গুলি চালান। তখন গেট খুলে দেওয়া ব্যক্তি আত্মরক্ষায় বাড়ির ভেতরে দৌড়ে ঢুকে পড়েন।