০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জরুরি নির্দেশনা 

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে। 

আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই নিরাপদে বের হতে পারেননি। ঘটনাস্থলে ২২টি ফায়ার ট্রাক ও ৮৫ জন দমকল কর্মী মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সঠিক কারণ এখনো অজানা থাকলেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লিয়াওনিং প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হাও পেং হতাহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনাটিকে “মর্মান্তিক” আখ্যা দিয়ে দ্রুত তদন্ত, দগ্ধদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

এই ঘটনা চীনের জনগণকে আবারও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে, যদিও কর্তৃপক্ষ তদন্ত ও জবাবদিহিতার আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জরুরি নির্দেশনা 

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২২, আহত ৩

আপডেট সময় ০১:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে। 

আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই নিরাপদে বের হতে পারেননি। ঘটনাস্থলে ২২টি ফায়ার ট্রাক ও ৮৫ জন দমকল কর্মী মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সঠিক কারণ এখনো অজানা থাকলেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লিয়াওনিং প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হাও পেং হতাহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনাটিকে “মর্মান্তিক” আখ্যা দিয়ে দ্রুত তদন্ত, দগ্ধদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

এই ঘটনা চীনের জনগণকে আবারও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে, যদিও কর্তৃপক্ষ তদন্ত ও জবাবদিহিতার আশ্বাস দিয়েছে।