ছাত্র আন্দোলনে সহিংসতা: সালমান, আনিসুল ও মামুন ফের রিমান্ডে

- আপডেট সময় ০১:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
রাজধানীর তিনটি থানায় সংঘটিত পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আবারও রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
তিনটি মামলার বিস্তারিত অনুযায়ী—
- যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
- ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ডে এবং
- বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হককে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তারা মামুনের সাতদিন এবং সালমান ও আনিসুলের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, এবং আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পক্ষে বক্তব্য রাখেন।
তদন্তে উঠে এসেছে, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর কাজলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন মো. রাসেল।
১৯ জুলাই ভাটারায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া মনির হোসেনও একইভাবে গুলিতে নিহত হন।
আর বাড্ডার ঘটনায় আব্দুল জব্বার নিহত হন বিক্ষোভ দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায়।
গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে সালমান ও আনিসুলকে গ্রেফতার করে পুলিশ। পরে ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে গ্রেফতার হন সাবেক আইজিপি মামুন। এর আগেও তাদের একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ।