১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

আদালতের আদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৮:১২:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ফলে চিন্ময় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

এর আগে একই দিন দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে জামিন মঞ্জুর করে রুল যথাযথ ঘোষণা করেন। কিন্তু বিকেলে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন, যা চেম্বার আদালত মঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, আরশাদুর রউফ, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান। চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, প্রবীর হালদার ও অপূর্ব কুমার ভট্টাচার্য।

মামলাটি ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হয়। বিএনপির স্থানীয় নেতা ফিরোজ খান বাদী হয়ে চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন, যদিও ফিরোজকে পরে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ২৬ নভেম্বর জামিন নামঞ্জুর হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনার পর আইনজীবীদের কর্মবিরতির কারণে শুনানি বিলম্বিত হয়।

হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি চিন্ময়ের জামিন আবেদনে রুল জারি করে এবং ৩০ এপ্রিল শুনানির দিন ধার্য করে। চেম্বার আদালতের সর্বশেষ আদেশে জামিন স্থগিত হওয়ায় মামলাটি আপিল বিভাগে পূর্ণ শুনানির অপেক্ষায় রয়েছে। এ ঘটনা ধর্মীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আদালতের আদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

আপডেট সময় ০৮:১২:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ফলে চিন্ময় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

এর আগে একই দিন দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে জামিন মঞ্জুর করে রুল যথাযথ ঘোষণা করেন। কিন্তু বিকেলে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন, যা চেম্বার আদালত মঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, আরশাদুর রউফ, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান। চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, প্রবীর হালদার ও অপূর্ব কুমার ভট্টাচার্য।

মামলাটি ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হয়। বিএনপির স্থানীয় নেতা ফিরোজ খান বাদী হয়ে চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন, যদিও ফিরোজকে পরে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ২৬ নভেম্বর জামিন নামঞ্জুর হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনার পর আইনজীবীদের কর্মবিরতির কারণে শুনানি বিলম্বিত হয়।

হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি চিন্ময়ের জামিন আবেদনে রুল জারি করে এবং ৩০ এপ্রিল শুনানির দিন ধার্য করে। চেম্বার আদালতের সর্বশেষ আদেশে জামিন স্থগিত হওয়ায় মামলাটি আপিল বিভাগে পূর্ণ শুনানির অপেক্ষায় রয়েছে। এ ঘটনা ধর্মীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।