ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

ইমামের মৃত্যুর ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা ও গাজীপুরের একটি মসজিদের ইমাম রইস উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ছাত্র সংগঠনটির সদস্যরা।

ইসলামী ছাত্র সেনা ভৈরব উপজেলার ব্যানারে উদ্যোগে সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়।

অবরোধের কারণে আঞ্চলিক ও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত মালবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা যায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুরের ইমাম রইস উদ্দিনের হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে দেশের সব সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি।

কর্মসূচিতে নেতারা বলেন, ইমাম রইস উদ্দিনের খুনিদের ধরে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু বিচার করা না পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

জানা যায়, গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় গত ২৭ এপ্রিল সকালে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রইস উদ্দিকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওইদিন রাত তিনটার দিকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে রইস উদ্দিন । তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইমামের মৃত্যুর ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা ও গাজীপুরের একটি মসজিদের ইমাম রইস উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ছাত্র সংগঠনটির সদস্যরা।

ইসলামী ছাত্র সেনা ভৈরব উপজেলার ব্যানারে উদ্যোগে সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়।

অবরোধের কারণে আঞ্চলিক ও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত মালবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা যায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুরের ইমাম রইস উদ্দিনের হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে দেশের সব সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি।

কর্মসূচিতে নেতারা বলেন, ইমাম রইস উদ্দিনের খুনিদের ধরে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু বিচার করা না পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

জানা যায়, গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় গত ২৭ এপ্রিল সকালে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রইস উদ্দিকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওইদিন রাত তিনটার দিকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে রইস উদ্দিন । তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।