পদ্মা নদীতে ধরা পড়লো বিশাল দুই ইলিশ, বিক্রি ১০ হাজার টাকায়

- আপডেট সময় ০৪:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
দুই কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে। মাছ দুটি উন্মুক্ত নিলামে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় সোমবার (৫ মে) দুপুরে জেলে কবির হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, জেলে কবির হালদার মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
স্থানীয় জেলে ও আড়তদাররা জানান, পরিমানে কম হলেও সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশের দেখা মিলছে। ধরাও পড়ছে কম। এ কারণে বাজারে বড় ইলিশের দাম বেড়ে গেছে।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বড় সাইজের ইলিশ অনেকদিন পর আড়তে এসেছে। পদ্মার বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। সামান্য লাভে মাছ দুটি বিক্রি করে দেব।