ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

১০ মাসে রপ্তানি আয় ৪০ বিলিয়ন ডলার ছাড়াল, তৈরি পোশাকে ১০% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:৩৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশের রপ্তানি আয় ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮৩% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রধান খাতের অবদান:
তৈরি পোশাক: ৩২.৬৪ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ৮১.৬%)
চামড়া ও চামড়াজাত পণ্য: ৯৩ কোটি ডলার (১২% প্রবৃদ্ধি)
এপ্রিল মাসে পোশাক রপ্তানি: ২.৩৯ বিলিয়ন ডলার

অন্যান্য খাতের চিত্র:
– কৃষিজাত পণ্য, রাসায়নিক দ্রব্য ও রাবারের রপ্তানি কমেছে
– সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি এপ্রিলে মাত্র ১% (৩০ বিলিয়ন ডলার)

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মন্দা ও ইউরোপের ক্রয়ক্ষমতা কমার প্রভাব সত্ত্বেও তৈরি পোশাক খাতের সফলতা দেশের রপ্তানি আয় বাড়াতে মুখ্য ভূমিকা রাখছে। তবে অন্যান্য খাতে রপ্তানি বাড়াতে বাজার বৈচিত্র্যকরণ ও পণ্যের মানোন্নয়ন জরুরি বলে মত দেন তারা।

চলতি অর্থবছরে ৫২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেষ দুই মাসে আরও ১২ বিলিয়ন ডলার আয় করতে হলে নন-কটন পোশাক, ফুটওয়্যার ও অন্যান্য উদীয়মান খাতে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপ ও আমেরিকার পাশাপাশি নতুন বাজার যেমন জাপান, চীন ও মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া রপ্তানিকারকদের জন্য নগদ প্রণোদনা ও ঋণ সুবিধা বাড়ানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১০ মাসে রপ্তানি আয় ৪০ বিলিয়ন ডলার ছাড়াল, তৈরি পোশাকে ১০% প্রবৃদ্ধি

আপডেট সময় ০৯:৩৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশের রপ্তানি আয় ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮৩% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রধান খাতের অবদান:
তৈরি পোশাক: ৩২.৬৪ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ৮১.৬%)
চামড়া ও চামড়াজাত পণ্য: ৯৩ কোটি ডলার (১২% প্রবৃদ্ধি)
এপ্রিল মাসে পোশাক রপ্তানি: ২.৩৯ বিলিয়ন ডলার

অন্যান্য খাতের চিত্র:
– কৃষিজাত পণ্য, রাসায়নিক দ্রব্য ও রাবারের রপ্তানি কমেছে
– সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি এপ্রিলে মাত্র ১% (৩০ বিলিয়ন ডলার)

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মন্দা ও ইউরোপের ক্রয়ক্ষমতা কমার প্রভাব সত্ত্বেও তৈরি পোশাক খাতের সফলতা দেশের রপ্তানি আয় বাড়াতে মুখ্য ভূমিকা রাখছে। তবে অন্যান্য খাতে রপ্তানি বাড়াতে বাজার বৈচিত্র্যকরণ ও পণ্যের মানোন্নয়ন জরুরি বলে মত দেন তারা।

চলতি অর্থবছরে ৫২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেষ দুই মাসে আরও ১২ বিলিয়ন ডলার আয় করতে হলে নন-কটন পোশাক, ফুটওয়্যার ও অন্যান্য উদীয়মান খাতে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপ ও আমেরিকার পাশাপাশি নতুন বাজার যেমন জাপান, চীন ও মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া রপ্তানিকারকদের জন্য নগদ প্রণোদনা ও ঋণ সুবিধা বাড়ানো হয়েছে।