ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বিমানবন্দর থেকে ফিরোজার পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৬৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে রওয়ানা হয়েছেন । মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে গাড়িবহরসহ তিনি নিজ বাসভবনের দিকে রওনা হন।

কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে রয়েছন পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রীকে অভ্যর্থনা জানাতে নানামাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানানো হয়। বিশেষত, পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা খালেদা জিয়ার দেশে ফেরার খবরে বিশেষ মাত্রা যোগ হয়েছে। জুবাইদার এ প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম চাঙাভাব বিরাজ করছে।

খালেদা জিয়া সকাল ১০টার দিকে কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে বিমানবন্দরে পৌঁছান । প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের কারো হাতে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দর থেকে ফিরোজার পথে খালেদা জিয়া

আপডেট সময় ১২:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে রওয়ানা হয়েছেন । মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে গাড়িবহরসহ তিনি নিজ বাসভবনের দিকে রওনা হন।

কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে রয়েছন পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রীকে অভ্যর্থনা জানাতে নানামাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানানো হয়। বিশেষত, পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা খালেদা জিয়ার দেশে ফেরার খবরে বিশেষ মাত্রা যোগ হয়েছে। জুবাইদার এ প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম চাঙাভাব বিরাজ করছে।

খালেদা জিয়া সকাল ১০টার দিকে কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে বিমানবন্দরে পৌঁছান । প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের কারো হাতে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার।