সৌদি আরবে অবৈধ নারী শ্রমিকরা বৈধতা পাবে

- আপডেট সময় ০১:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজার সৌদি আরবে কর্মরত অবৈধ নারী শ্রমিকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জানিয়েছেন, সৌদি আরব সরকার দেশটিতে অবস্থানরত অবৈধ নারী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে।
৬ই মে, বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন এবং গতিশীলতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্যটি প্রকাশ করেন।
তিনি বলেন, “আমি গতকালই সৌদি আরব থেকে ফিরেছি। সেখানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত একটি কনফারেন্সে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেছিলাম।
গত জানুয়ারিতে যখন আমি সৌদি আরব যাই, তখন সৌদি সরকারের কাছে আমাদের কিছু অনুরোধ ছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার ইতিবাচক পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
বর্তমানে, সেখানে যে সকল অবৈধ বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন, তাদের বৈধ করার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এখন সৌদিতে অবস্থানরত যেকোনো অবৈধ নারী শ্রমিক চাইলে এই বৈধতা প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।”
উপদেষ্টা আরও জানান, সৌদি আরবের শ্রমমন্ত্রীর সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি সৌদি মন্ত্রীকে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন। কারণ, সৌদি আরবে বর্তমানে বেশ কিছু বৃহৎ প্রকল্প, যেমন বিশ্বকাপ এবং এক্সপো ২০৩০ এর প্রস্তুতি চলছে।
সৌদি মন্ত্রী বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। এছাড়াও, যারা আকামা (সৌদি আরবের আবাসিক অনুমতিপত্র) সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের সমস্যা সমাধানের জন্যেও তিনি অনুরোধ জানিয়েছেন।
শুধু সৌদি আরব নয়, জর্ডানেও অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, জর্ডানের মন্ত্রীর সাথে তার আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। সেখানেও অবৈধ নারী শ্রমিকদের বৈধ করা হবে। তবে, তিনি স্পষ্ট করে বলেছেন, অবৈধভাবে বসবাসের আর কোনো সুযোগ থাকবে না। যারা স্বেচ্ছায় বৈধ হতে চাইছেন, তাদের কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধ করা হচ্ছে। কিন্তু এই সুযোগ গ্রহণের পরেও যদি কোনো অবৈধ শ্রমিক পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব এবং জর্ডানের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজারে অবৈধ নারী শ্রমিকদের বৈধ করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশি নারী শ্রমিকদের জন্য একটি বড় সুযোগ।
এর মাধ্যমে তারা আইনি সুরক্ষা লাভ করবেন এবং একটি স্থিতিশীল কর্মপরিবেশে কাজ করার সুযোগ পাবেন। একইসাথে, এটি বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে।
দক্ষ জনশক্তি প্রেরণের উপর জোর দেওয়া এবং অবৈধ শ্রমিকদের বৈধ করার এই যৌথ প্রচেষ্টা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা যায়।