প্রবাসীর বাড়ি থেকে বিয়ের দাবিতে অনশনরত তরুণী গ্রেফতার

- আপডেট সময় ০৭:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
বিয়ের দাবিতে বরগুনার আমতলী উপজেলায় প্রবাসীর বাড়িতে অনশন করা তরুণীকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। আমতলী উপজেলার দক্ষিণ তালতলি গ্রামের কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে সোমবার (৫ মে) রাতে ওই তরুণীর বিরুদ্ধে হওয়া মামলায় আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ মে) দুপুরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আমতলী উপজেলার বাসিন্দা কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়িতে গত শনিবার (৩ মে) ১৬ বছরের প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী। মহিউদ্দিন বিশ্বাসের ভাই আল-আমিন বিশ্বাস পরে এ ঘটনায় রবিবার (৪ মে) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যার প্ররোচনা ও হুমকি অভিযোগ তুলে অনশন করা ওই তরুণীর বিরুদ্ধে মামলার আবেদন করেন প্রবাসী। পরে শুনানি শেষে আদালত আমতলী থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর রাতেই ওই তরুণীকে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে অনশনরত অবস্থায় গ্রেফতার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, অনশন করা ওই কলেজছাত্রীর বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা করা হয়েছে। এ মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।