পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি জরুরি বৈঠকে বসছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি ভারতের হামলার জেরে জরুরি বৈঠকে বসছে। বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। খবর বিবিসির।
ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে বুধবার মধ্যরাতে হামলা চালিয়েছে। দিল্লি দাবি করেছে পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দেবে। এদিকে ভারতের হামলায় পাকিস্তানের আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। এ সময় পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।