ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরে

- আপডেট সময় ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধবিমান জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান ও পাম্পোর এলাকায় বিধ্বস্ত হয়েছে। দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা। ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে এর আগে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন।