পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ ৪৮ ঘণ্টার জন্য

- আপডেট সময় ১২:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এবং দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। পাকিস্তানের মোট নয়টি জায়গায় মধ্যরাতে হামলা চালানো হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে। ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত মসজিদ, নারী ও শিশুদেরও হামলার লক্ষ্যবস্তু করেছে। তারার বলেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েকটি শত্রুঘাঁটিও ধ্বংস করেছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ শিগগির জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, পাকিস্তানের এই মন্ত্রী।
এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে বলে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে।
অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডিগড় এবং রাজকোটের বিমান চলাচল বুধবার দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে।
পাঞ্জাবের অমৃতসর শহরের দিকে আসা দুটি আন্তর্জাতিক বিমান তারা ঘুরিয়ে দিল্লিতে নিয়ে আসছে। আবার বেসরকারি ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট জানিয়েছে যে, উত্তর ভারতের ধরমশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দর বন্ধ থাকার কারণে তাদের বিমান পরিচালনায় পরিবর্তন আনতে হচ্ছে।