পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা
ভারতকে যে হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

- আপডেট সময় ০১:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো।
আজ বুধবার (৭ মে) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এ জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ইসলামাবাদ বলছে, এসব হামলায় অন্তত ২৬ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। এর জবাবে পাকিস্তান রাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে।
ভারতের হামলার নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেন, সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জনগণ। ভারত হয়তো এটা (হামলা) শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব।
চলমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জনগণকে ঘরের ভেতর অবস্থান করার ও অকারণে ভ্রমণ না করতে বলেছেন। সেই সঙ্গে তিনি জনগণকে তথ্যের জন্য শুধু আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য উৎসের ওপর ভরসা করার অনুরোধ জানিয়েছেন। হতাহতের কোনো খবর পেলে কাছের হাসপাতাল অথবা উদ্ধার পরিষেবা সংস্থায় জানাতে বলেছেন তিনি।
পাকিস্তান শান্তি চায় জানিয়ে মরিয়ম বলেন, আমরা শান্তি চাই, তবে সেটা সম্মানের সঙ্গে। যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিতে পরিণত হবে।