ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

বিমানবন্দরে দুর্নীতি: জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে দুদকের তলব

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ২৬১ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পে উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ৮ মে তাকে দুদক কার্যালয়ে সশরীরে হাজিরের জন্য তলব করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে। বুধবার (৭ মে) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে শেখ হাসিনা হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।

দুদক সূত্রে জানা গেছে, বিমানবন্দরে বিভিন্ন প্রকল্পে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগ ওঠেছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এজন্যই তাকে তলব করা হয়েছে।

এর আগে, গত জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করে দুদক।

এই মামলায় শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে দুর্নীতি: জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে দুদকের তলব

আপডেট সময় ০২:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পে উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ৮ মে তাকে দুদক কার্যালয়ে সশরীরে হাজিরের জন্য তলব করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে। বুধবার (৭ মে) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে শেখ হাসিনা হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।

দুদক সূত্রে জানা গেছে, বিমানবন্দরে বিভিন্ন প্রকল্পে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগ ওঠেছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এজন্যই তাকে তলব করা হয়েছে।

এর আগে, গত জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করে দুদক।

এই মামলায় শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।