ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
মানবতাবিরোধী মামলায়

সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ২৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে নিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

আগামী ২৫ মে সাবেক আইজিপি একেএম শহীদুল হককে, ২৭ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে এবং ২৯ মে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া পরবর্তী সময় আগামী ১৪ জুলাই এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

বুধবার (৭ মে) মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানির সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ফারুক হোসেন।

এর আগে, রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিন জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তাদের বুধবার (৭ মে) সকালে ট্রাইব্যুনালে আনা হয়। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গত ৬ মার্চ সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিনজন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন। অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

নিউজটি শেয়ার করুন

মানবতাবিরোধী মামলায়

সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আপডেট সময় ০৩:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে নিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

আগামী ২৫ মে সাবেক আইজিপি একেএম শহীদুল হককে, ২৭ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে এবং ২৯ মে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া পরবর্তী সময় আগামী ১৪ জুলাই এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

বুধবার (৭ মে) মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানির সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ফারুক হোসেন।

এর আগে, রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিন জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তাদের বুধবার (৭ মে) সকালে ট্রাইব্যুনালে আনা হয়। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গত ৬ মার্চ সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিনজন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন। অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।