জেনে নিন, বিশ্বজুড়ে উৎসবে কোথায় কতদিন ছুটি থাকে

- আপডেট সময় ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
উৎসবের ছুটি সবার কাছেই বিশেষ! কিন্তু জানেন কি, বিশ্বের বিভিন্ন দেশে উৎসব উপলক্ষে কত দিন ছুটি দেওয়া হয়? আজকে আমরা জানাবো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের উৎসবের ছুটির চমকপ্রদ সব তথ্য।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উপলক্ষে সাধারণত তিন থেকে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়। সৌদি আরবে গত ঈদুল ফিতরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ছিল চার দিনের ছুটি।
কাতারে তো ঈদের ছুটি ছিল পুরো নয় দিন! আর সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরে সরকারি ও বেসরকারি খাতে ৫ দিনের ছুটি দেওয়া হয়।
এশিয়ার দিকে তাকালে ভারতের কথা বলতেই হয়। সেখানে দীপাবলিতে সাধারণত ৩-৫ দিনের ছুটি পাওয়া যায়। ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতরে সরকারিভাবে ৭ দিনের ছুটি দেওয়া হয়, যা স্থানীয়ভাবে ‘মুদিক’ নামে পরিচিত।
মালয়েশিয়ায় ঈদুল ফিতরে ২ দিনের সরকারি ছুটি থাকে। তবে অনেক প্রতিষ্ঠান বাড়তি ছুটি দেয়। সিঙ্গাপুরে চীনা নববর্ষে ৩ দিনের সরকারি ছুটি থাকে।
পাশ্চাত্যের দেশগুলোতে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে যুক্তরাষ্ট্রে সাধারণত ১-২ দিনের ছুটি দেওয়া হয়। জার্মানিতে বড়দিনের ছুটি ২-৩ দিনের হয়। ফ্রান্সে ১লা জানুয়ারিতে নতুন বছর উদযাপনে ১ দিনের সরকারি ছুটি থাকে।
জাপানে গোল্ডেন উইক নামে পরিচিত বিশেষ সপ্তাহে ৭ দিনের বেশি ছুটি থাকে। থাইল্যান্ডে সংক্রান উৎসবে ৩ দিনের সরকারি ছুটি দেওয়া হয়।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কার্নিভালের সময় ৪-৫ দিনের ছুটি থাকে। আর্জেন্টিনায় ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ছুটির সময় থাকে।
উৎসবের ছুটি প্রতিটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যেরই অংশ। এই ছুটিগুলো মানুষকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। বিশ্বজুড়ে ছুটির এই বৈচিত্র্যই আমাদের পৃথিবীকে করে তোলে আরও রঙিন।