এবার মতিঝিলে হচ্ছে পার্ক

- আপডেট সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৬২ বার পড়া হয়েছে
ঢাকার মতিঝিলে একটি নতুন পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক এবং গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন প্রায় ১১ একর জায়গার উপর জলাধার ও শিশুদের খেলার মাঠসহ এই পার্কটি গড়ে তোলা হবে।
বুধবার (৭ মে) মতিঝিলের প্রস্তাবিত পার্কের স্থান পরিদর্শনে যান রাজউক চেয়ারম্যান। তিনি বলেন, এই বিশাল জায়গার উপর পার্কটি নির্মিত হলে তা ঢাকাবাসীর জন্য এক স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা হবে।
এটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে, পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে এবং একইসাথে দর্শনার্থী ও নিয়মিত ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
পরিদর্শনের সময় রাজউক চেয়ারম্যান আরও জানান, রাজউকের অধিগ্রহণকৃত জায়গা দখল করে নির্মিত সরকারি ও বেসরকারি অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, পার্ক নির্মাণের জন্য রাজউক মতিঝিল এলাকায় জমি অধিগ্রহণ করেছিল। তবে বর্তমানে এই প্রকল্প এলাকার বেশিরভাগ অংশ অবৈধ দখলে চলে গেছে, যার মধ্যে কিছু সরকারি ভবনও রয়েছে।
পার্কের জন্য জমি পুনরুদ্ধার করতেই আজ রাজউক চেয়ারম্যান সরেজমিনে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শিত এলাকায় বেশ কিছু গাড়ির গ্যারেজও দেখা যায়, যা পরিবেশ দূষণের একটি বড় কারণ।
এরপর রাজউক চেয়ারম্যান মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। অভিযোগ রয়েছে, এই কার্যালয়টি রাজউকের অধিগ্রহণকৃত জমির উপর কোনো অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে।
রাজউক চেয়ারম্যান এই কার্যালয়টি অন্য স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়াও, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক রাজউকের অধিগ্রহণকৃত জমিতে বর্জ্য নিষ্কাশনের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।