ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যানচালককে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পালাতক রয়েছেন। উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. শফিউল্লাহ (৩৮) উপজেলার ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। আর অভিযুক্ত রাসেল একই উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল ও শফিউল্লাহর মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা একে অপরের মধ্যে টাকা লেনদেন করতেন। একপর্যায়ে রাসেল নিহত শফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেন। পরে টাকা পরিশোধের জন্য চাপ দেন শফিউল্লাহ। মঙ্গলবার বিকেলে টাকা দেওয়ার কথা বলে শফিউল্লাহকে তার গ্যারেজে খবর দিয়ে নিয়ে আসেন। এ সময় দুইজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল তার গ্যারেজে থাকা লোহা দিয়ে শফিউল্লাহকে পিটিয়ে হত্যার পর ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে ফেলেন। এরপর মরদেহ দোকানে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত রাসেলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৭:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যানচালককে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পালাতক রয়েছেন। উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. শফিউল্লাহ (৩৮) উপজেলার ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। আর অভিযুক্ত রাসেল একই উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল ও শফিউল্লাহর মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা একে অপরের মধ্যে টাকা লেনদেন করতেন। একপর্যায়ে রাসেল নিহত শফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেন। পরে টাকা পরিশোধের জন্য চাপ দেন শফিউল্লাহ। মঙ্গলবার বিকেলে টাকা দেওয়ার কথা বলে শফিউল্লাহকে তার গ্যারেজে খবর দিয়ে নিয়ে আসেন। এ সময় দুইজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল তার গ্যারেজে থাকা লোহা দিয়ে শফিউল্লাহকে পিটিয়ে হত্যার পর ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে ফেলেন। এরপর মরদেহ দোকানে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত রাসেলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।