বৃহস্পতিবার সকালে লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

- আপডেট সময় ১২:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী ও দেশটির জিও টিভি একই খবর জানিয়েছে।পাকিস্তানের ছয়টি শহরে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কাশ্মীর সীমান্তে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। একদিন পর আজ সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল।
এ পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই পর্যটক। ভারত এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। এরপরই এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার রাতে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ৫৭ জন। এদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন। দ্য হিন্দু জানিয়েছে গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন।