সীমান্তে উত্তেজনা: পরিচয়পত্রহীন ৯৬ জনকে পুশইন

- আপডেট সময় ১২:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বুধবার ভোর থেকে পরিচয়পত্রহীন ৯৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ৬৬ জনকে পুশইন করা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত হয়ে ৩০ জনকে পুশইন করার তথ্য পাওয়া গেছে। পুশইন হওয়া ব্যক্তিদের কাছে কোনো দেশের পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবির হেফাজতে থাকা বাংলা ভাষাভাষী ব্যক্তিদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ হলে তাদের ফেরত পাঠানো হবে। এই ঘটনায় বিএসএফের বিভিন্ন স্তরের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, ভারত থেকে এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। তিনি বলেন, “আমরা প্রতিটি কেস আলাদাভাবে নিরীক্ষণ করছি।
আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে এটা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।” তিনি আরও জানান, এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র জানায়, মাটিরাঙা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন, পানছড়ি উপজেলার রূপসেনপাড়া বিওপি এলাকা দিয়ে ২৪ জন, বিটিলা বিওপি এলাকা দিয়ে ৬ জন এবং মাটিরাঙার তাইন্দং দিয়ে আরও ৯ জনসহ মোট ৬৬ জনকে পুশইন করা হয়েছে।
সীমান্তের একটি সূত্র জানায়, পুশইন হওয়া অনেককে প্রথমে গুজরাট থেকে ফ্লাইটে সীমান্তে আনা হয়। এরপর বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আরও অনেককে পুশইন করার জন্য গুজরাট থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে আনা হচ্ছে।
এদিকে কুড়িগ্রামে ৩৫ জন রোহিঙ্গাসহ ৪৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রৌমারী থেকে ২১ জন রোহিঙ্গা ও ৯ জন বাংলাদেশি এবং ভূরুঙ্গামারী থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
এছাড়াও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ জানান, মাদকদ্রব্যসহ ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তাদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।