এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের সুযোগ

- আপডেট সময় ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক অঙ্গনে একটি নতুন খবর। এখন থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বিএনপিতে যোগ দিতে পারবেন। তবে, কারা বিএনপিতে যোগদানের সুযোগ পাবেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, যারা দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে নেই অথবা একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ওই সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাট পছন্দ করেননি এবং আগেই দল থেকে সরে এসেছেন, তারাই বিএনপিতে যোগ দিতে পারবেন।
বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি মূলত সমাজের নতুন ও ভদ্র মানুষদের দলে অন্তর্ভুক্ত করতে চায়। এক্ষেত্রে, অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, কৃষক ও শ্রমিকদের মতো পেশাজীবীরা, যারা বিএনপির আদর্শে বিশ্বাসী, তারা দলে যোগ দিতে পারবেন।
রিজভী আরও জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত বিএনপি তাদের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চালাবে। এই অভিযানে তারা এক কোটির বেশি নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তিনি বলেন, “সমাজের সর্বস্তরের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করেন, যারা জাতীয়তাবাদী চেতনা লালন করেন, তারা দলে যোগ দিতে আগ্রহী হবেন বলে আমরা প্রত্যাশা করি।
রিজভী জানান, সদস্য সংগ্রহ অভিযানকে উৎসাহিত করতে বিভিন্ন বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।