দিল্লির দাবি: পাকিস্তান ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

- আপডেট সময় ০৭:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
ভারত সরকারের দাবি, পাকিস্তান বৃহস্পতিবার রাতভর ও সকালে তাদের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রায় ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
শহরগুলোর মধ্যে জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাট উল্লেখযোগ্য। তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ অন্যান্য স্থানে পাকিস্তানি হামলার চেষ্টার জবাবে পাকিস্তানের লাহোরসহ কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।
ভারত আরও দাবি করেছে, তাদের সামরিক বাহিনী পাকিস্তানের দিক থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রতিক্রিয়ায় তারাও বৃহস্পতিবার সকালে পাকিস্তানে একই ধরনের হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো নিষ্ক্রিয় করেছে।
ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, রাডার বিধ্বংসী হারপি ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে ভারত রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলার দুই সপ্তাহ পর, বুধবার মধ্যরাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়। ওই হামলায় ভারত ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা গেছে। এরপর বৃহস্পতিবার রাতভর ভারত পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও ড্রোন হামলা চালিয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা দেশজুড়ে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর থেকে মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে জানান, ভারত রাতে ড্রোন পাঠিয়ে আগ্রাসন চালিয়েছে এবং তাদের ছোড়া একটি ড্রোন সেনা সদরের কাছে ভূপাতিত হয়েছে।
তিনি আরও জানান, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় ড্রোন হামলায় চারজন সৈন্য আহত হয়েছেন এবং পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ড্রোনের ধ্বংসস্থলে বহু লোক ভিড় করেছে।