পাকিস্তানের হামলায় জম্মুর পুঞ্চে প্রচুর ক্ষয়ক্ষতি: মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা

- আপডেট সময় ০৫:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
পাকিস্তান বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুর পুঞ্চে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।
আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু, পঠানকোট, উধমপুরে সেনাঘাঁটিগুলিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনা তার মোকাবিলা করেছে। তা সত্ত্বেও পাক আগ্রাসনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানিয়েছেন ওমর। তিনি বলেন, পুঞ্চে প্রচুর ক্ষতি হয়েছে। জম্মু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে যে আহতদের ভর্তি করানো হয়েছে, তারা সকলেই পুঞ্চের বাসিন্দা। পুঞ্চের অবস্থা ভালো নয়। উপমুখ্যমন্ত্রী পুঞ্চে যাবেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন উনি।
ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত আটকানোর আর্জি জানিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, দুটো বাচ্চা মাঠে খেলছিল। কয়েক মুহূর্ত পর দু’জনেরই রক্তাক্ত দেহ ওই মাঠে পড়ে থাকতে দেখেছি। ওই বাচ্চাদের কী দোষ? ওরাই কেন গুলির লড়াইয়ের মাঝে পড়ে সব সময়? আর কতো দিন ধরে চলবে এটা? কতো দিন ধরে মায়েদের কোল খালি হতে থাকবে?
সূত্র: আনন্দবাজার