টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

- আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৩৩১ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা আরও ৭৫ দিনের জন্য বাড়িয়েছেন। চীনা মালিকানাধীন এই অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন, টিকটক বাঁচাতে তার প্রশাসন কাজ করছে এবং চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না। তবে, এখনও কিছু অনুমোদনের প্রয়োজন রয়েছে। হোয়াইট হাউস চায় না টিকটক ‘অন্ধকারে’ চলে যাক। তারা চীনের সঙ্গে ভালোভাবে কাজ করতে আগ্রহী।
তিনি আরও উল্লেখ করেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এর আগে, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি টিকটক নিষিদ্ধ করবেন না। যদিও তার পূর্ববর্তী প্রশাসন নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।