ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন, ইউক্রেন শান্তি আলোচনায় আশাবাদী ইউরোপীয় নেতারা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ এবং ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেনে চলমান হত্যাকাণ্ড এবং অবকাঠামো ধ্বংস বন্ধ করার ওপর জোর দেন এবং ট্রাম্পকে ‘অচলাবস্থা ভেঙেছেন’ বলে ধন্যবাদ জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেন, তারা ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং হত্যাকাণ্ড বন্ধের লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে কাজ করতে এসেছেন। প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, “আমি কল্পনাও করতে পারছি না যে, পরবর্তী বৈঠক যুদ্ধবিরতি ছাড়া হবে। তাই, আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করি।”

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিরাপত্তার নিশ্চয়তাকে একটি স্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, জোরালো ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ত্রিপক্ষীয় বৈঠকের ধারণা খুবই গুরুত্বপূর্ণ।
    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, এটি শুধু ইউক্রেনের নয়, পুরো ইউরোপ ও যুক্তরাজ্যের নিরাপত্তার জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

    ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, এই বৈঠকে টিম ইউরোপ ও টিম যুক্তরাষ্ট্রের একত্রিত হয়ে ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি প্রতীকী। ১৯৪৪ সালে তারা একটি সমাধান খুঁজে পেয়েছিলেন উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৫ সালে এসেও তারা রাশিয়ার আগ্রাসন বন্ধে একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জন করতে সক্ষম হবেন।

    নিউজটি শেয়ার করুন

    ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন, ইউক্রেন শান্তি আলোচনায় আশাবাদী ইউরোপীয় নেতারা

    আপডেট সময় ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ এবং ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেনে চলমান হত্যাকাণ্ড এবং অবকাঠামো ধ্বংস বন্ধ করার ওপর জোর দেন এবং ট্রাম্পকে ‘অচলাবস্থা ভেঙেছেন’ বলে ধন্যবাদ জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেন, তারা ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং হত্যাকাণ্ড বন্ধের লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে কাজ করতে এসেছেন। প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, “আমি কল্পনাও করতে পারছি না যে, পরবর্তী বৈঠক যুদ্ধবিরতি ছাড়া হবে। তাই, আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করি।”

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিরাপত্তার নিশ্চয়তাকে একটি স্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, জোরালো ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ত্রিপক্ষীয় বৈঠকের ধারণা খুবই গুরুত্বপূর্ণ।
    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, এটি শুধু ইউক্রেনের নয়, পুরো ইউরোপ ও যুক্তরাজ্যের নিরাপত্তার জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

    ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, এই বৈঠকে টিম ইউরোপ ও টিম যুক্তরাষ্ট্রের একত্রিত হয়ে ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি প্রতীকী। ১৯৪৪ সালে তারা একটি সমাধান খুঁজে পেয়েছিলেন উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৫ সালে এসেও তারা রাশিয়ার আগ্রাসন বন্ধে একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জন করতে সক্ষম হবেন।