নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে জার্মানির প্রথম জয়, তুরস্ককে উড়িয়ে স্পেনের গোল উৎসব

- আপডেট সময় ০১:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
টানা হারের হতাশা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের মুখ দেখল জার্মানি। নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। অপরদিকে, তুরস্কের জালে ছয় গোলের বন্যা বইয়ে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন।
ডাবলিনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। সপ্তম মিনিটে সের্গে জিনাব্রির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৩৪তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান নর্দান আয়ারল্যান্ডের ইসাক প্রাইস। প্রথমার্ধে দুই দল সমানতালে লড়লেও বিরতির পর মাঠের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। ৬৯তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের মারাত্মক ভুল কাজে লাগিয়ে গোল করেন নাদিম আমিরি। মাত্র তিন মিনিট পর ফ্লোরিয়ান ভার্টজ অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন ৩-১ এ। শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি জার্মানি।
পুরো ম্যাচে বল দখলে (৮০ শতাংশ) ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা। তাদের ১১টি শটের মধ্যে ছয়টি ছিল অন টার্গেটে। অন্যদিকে নর্দান আয়ারল্যান্ড মাত্র তিনটি শট নিতে পারে, যার মধ্যে একটিই ছিল লক্ষ্যভেদী। এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে আছে নর্দান আয়ারল্যান্ড। টানা দুই জয়ে শীর্ষে স্লোভাকিয়া এবং দুই ম্যাচে হেরে তলানিতে রয়েছে লুক্সেমবার্গ।
অন্যদিকে ‘ই’ গ্রুপে তুরস্ককে উড়িয়ে দিয়েছে স্পেন। মিকেল মেরিনোর হ্যাটট্রিক, পেদ্রির জোড়া গোল এবং ফেররান তোরেসের এক গোলের সুবাদে লুইস দে লা ফুয়েন্তের দল ৬-০ ব্যবধানে সহজ জয় পায়। ষষ্ঠ মিনিটেই নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করেন পেদ্রি। এরপর ২২ ও ৪৪ মিনিটে দুটি গোল করে প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেন মেরিনো। বিরতির পর ৫৩ মিনিটে ফেররান তোরেস গোল করার পর ৫৭ মিনিটে পূর্ণ হয় মেরিনোর হ্যাটট্রিক। ম্যাচের ৬২তম মিনিটে আবারও গোল করে স্কোরলাইন ৬-০ করেন পেদ্রি।
পুরো ম্যাচে স্পেনের আধিপত্যের সামনে পাত্তাই পায়নি তুরস্ক। গোলের উদ্দেশে স্পেন নেয় ২১টি শট, যার অর্ধেকই লক্ষ্যভেদী হয়। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন, আর সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তুরস্ক।