ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

    পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই-রুশ পররাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন ও বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে পুতিন-জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই তিনি এই তথ্য জানালেন।

    শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।”

    ল্যাভরভ আরও বলেন, বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে প্রাথমিক সমঝোতাগুলো হওয়া দরকার, এখন পর্যন্ত সেগুলো হয়নি। তিনি উল্লেখ করেন, এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ ও অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে, কিন্তু জেলেনস্কি প্রতিটি সমঝোতার প্রতিই নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন।

    উল্লেখ্য, গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। এর তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, শিগগিরই তার প্রশাসনের উদ্যোগে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র এই বৈঠকের আয়োজক হবে বলেও জানিয়েছিলেন তিনি।

    গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাভরভ বলেছিলেন, সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের একটি ‘আনাড়ি প্রচেষ্টা’।

    নিউজটি শেয়ার করুন

    পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই-রুশ পররাষ্ট্রমন্ত্রী

    আপডেট সময় ১২:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

    রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন ও বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে পুতিন-জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই তিনি এই তথ্য জানালেন।

    শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।”

    ল্যাভরভ আরও বলেন, বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে প্রাথমিক সমঝোতাগুলো হওয়া দরকার, এখন পর্যন্ত সেগুলো হয়নি। তিনি উল্লেখ করেন, এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ ও অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে, কিন্তু জেলেনস্কি প্রতিটি সমঝোতার প্রতিই নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন।

    উল্লেখ্য, গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। এর তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, শিগগিরই তার প্রশাসনের উদ্যোগে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র এই বৈঠকের আয়োজক হবে বলেও জানিয়েছিলেন তিনি।

    গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাভরভ বলেছিলেন, সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের একটি ‘আনাড়ি প্রচেষ্টা’।