মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক : জানে না হাইকমিশন

- আপডেট সময় ০১:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ২৮৫ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার পুলিশ জঙ্গি সংক্রান্ত অভিযোগে ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।
দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। শনিবার (২৮ জুন) বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান বলেন, “মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখেছি। তবে এখনও বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুনির্দিষ্ট তথ্য নেওয়ার চেষ্টা চলছে।”
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, গত ২৪ এপ্রিল থেকে পুলিশের পূর্বপরিকল্পিত অভিযানে সেলাঙ্গর ও জোহর রাজ্যে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা হয়েছে। বাকি ১৫ জনকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৬ জনের তদন্ত চলছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের মতাদর্শে প্রভাবিত এই গ্রুপটি চরমপন্থা প্রচার ও সেল গঠন করছিল। তারা উগ্রবাদী কার্যক্রম, অর্থ সংগ্রহ এবং সরকার উৎখাতের পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।