রাজধানীর আবাসিক হোটেল থেকে বাবা-মা ও ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৮:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৩১৫ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রী ও তাদের ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মৃত দম্পতি তাদের ছেলের চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জের বাড়ি থেকে শনিবার ঢাকায় আসেন। তারা মগবাজার সুইট স্লিপ হোটেলে ওঠেন। শনিবার ডাক্তার দেখাতে পারেননি তারা। ওই রাতে মগবাজারের একটি রেস্তোরাঁ থেকে খাবার এনে হোটেলে খান। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। আজ দুপুরে অচেতন অবস্থায় তিনজনকে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।