ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

    মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় বিচারিক কমিশন গঠনে হাইকোর্টে রিট

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

    রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন। তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়েছে। শুনানির জন্য সোমবার রিটটি কার্যতালিকায় আসবে বলে আশা করা হচ্ছে।

    গত বুধবার (৯ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি পূর্বপরিকল্পিত ফাঁদে ফেলে সোহাগকে ডেকে এনে একদল লোক পিটিয়ে হত্যা করে। তাকে ইট-পাটকেল দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। হামলাকারীদের কেউ কেউ হত্যার সময় লাল চাঁদের শরীরের ওপর উঠে লাফিয়েও পড়ে। হত্যাকাণ্ডের এক পর্যায়ে তাকে বিবস্ত্রও করা হয়।

    এই ভয়াবহ ঘটনায় সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বিএনপি তাৎক্ষণিকভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। হত্যাকাণ্ডের পরদিন, বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করেন নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম। মামলায় ১৯ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

    এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮) এবং মনির ওরফে ছোট মনির (২৫)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের আরও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় বিচারিক কমিশন গঠনে হাইকোর্টে রিট

    আপডেট সময় ০২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

    রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

    রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন। তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়েছে। শুনানির জন্য সোমবার রিটটি কার্যতালিকায় আসবে বলে আশা করা হচ্ছে।

    গত বুধবার (৯ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি পূর্বপরিকল্পিত ফাঁদে ফেলে সোহাগকে ডেকে এনে একদল লোক পিটিয়ে হত্যা করে। তাকে ইট-পাটকেল দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। হামলাকারীদের কেউ কেউ হত্যার সময় লাল চাঁদের শরীরের ওপর উঠে লাফিয়েও পড়ে। হত্যাকাণ্ডের এক পর্যায়ে তাকে বিবস্ত্রও করা হয়।

    এই ভয়াবহ ঘটনায় সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বিএনপি তাৎক্ষণিকভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। হত্যাকাণ্ডের পরদিন, বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করেন নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম। মামলায় ১৯ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

    এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮) এবং মনির ওরফে ছোট মনির (২৫)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের আরও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।