দক্ষিণ বা উত্তর নয়, বিএনপি বাংলাদেশপন্থি ও মধ্যপন্থি দল-সালাহউদ্দিন আহমদ

- আপডেট সময় ০৭:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
বিএনপি কোনও দক্ষিণ কিংবা উত্তরপন্থি নয়, এটি বাংলাদেশপন্থি ও মধ্যপন্থি একটি রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি একটি গণমানুষের দল, যার মূল লক্ষ্য হলো জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য গঠন। এ লক্ষ্যে দলটি সব মত ও পথের রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত পার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে—সে পরিবেশ তৈরিতে বিএনপি সক্রিয়ভাবে কাজ করছে।
সরকারের প্রতি জাতির প্রত্যাশা ছিল আরও বেশি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, “নানা বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও কিছু অর্জন হয়েছে, তবে এর চেয়ে বেশি অর্জনের সুযোগ ছিল। সরকারের অনেক সময়েই সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থতা দেখা গেছে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে।”
নির্বাচন কমিশনের কাছে প্রেরিত চিঠিকে গত এক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “জাতি এই ধরনের স্পষ্ট অবস্থানের জন্যই অপেক্ষা করছিল। এ পদক্ষেপ জনগণের আস্থার প্রতিফলন।” তিনি আরও বলেন, “সংস্কার ও বিচারিক প্রক্রিয়াতেও অগ্রগতি দেখা যাচ্ছে, যা বিএনপিকে সন্তুষ্ট করেছে।”
প্রধান উপদেষ্টার ঘোষিত ভিশনকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ভবিষ্যতে জাতিকে এগিয়ে নিতে এই ভিশন অনুসরণ করা হবে। বিএনপি এ বিষয়ে সহযোগিতামূলক মনোভাব দেখাবে।”
নির্বাচন পরিচালনায় দ্রুত প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নির্বাচন-সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকারই বাস্তবায়ন করবে। তবে এই মুহূর্তে পুলিশের গঠন কাঠামো রাতারাতি পরিবর্তনের সুযোগ নেই। তাই নির্বাচন পরিচালনায় তাদের অংশগ্রহণ থাকবে, যদিও মূল দায়িত্বে থাকবে সেনাবাহিনী।”
সালাহউদ্দিন আহমদ মনে করেন, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনই জনগণের চাওয়া। তার ভাষায়, “জনগণ স্বচ্ছ নির্বাচন চায়। সেই পরিবেশ তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা প্রয়োজন হবে না, কারণ জনগণ ও প্রার্থীদের ইতিবাচক মানসিকতা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।”
জোট প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে কোনো সমমনা রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করা হতে পারে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” সালাহউদ্দিন আহমদের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে—বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে চায়।