সিরাজগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
- আপডেট সময় ০৪:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৩১৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রাম থেকে বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম রোজিনা খাতুন (৩০)। তিনি ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে না উঠা ও ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় প্রতিবেশীর সন্দেহ হয়। পরে দরজা খুলে ভেতরে ঢুকে রোজিনার রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।