ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

    সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
    • / ২৬৪ বার পড়া হয়েছে

    নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তথ্য অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের সঙ্গে সুমাইয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে বুধবার (৬ আগস্ট) মিরপুর ডিওএইচএস এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে ডিবির হেফাজতে নেওয়া হয়।

    ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সুমাইয়ার সম্পৃক্ততা সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে তথ্য আসছিল। যাচাই–বাছাই শেষে তাকে আটক করা হয়। আদালতে সাত দিনের রিমান্ড চাইলেও উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এ মামলার পেছনের ঘটনা শুরু হয় গত ৮ জুলাই, যখন বসুন্ধরাসংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। পুলিশ জানায়, সেখানে প্রায় ৩০০–৪০০ জন অংশ নেন, যাদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্য ছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ছিলেন। বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং শেখ হাসিনার নির্দেশনায় ঢাকায় জমায়েত হয়ে শাহবাগ মোড় দখলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা হয়।

    এই ঘটনায় দায়ের করা মামলায় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকুল হকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তাকে ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। সেনাসদরের ৩১ জুলাইয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ১ আগস্ট আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত

    আপডেট সময় ০৪:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

    নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তথ্য অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের সঙ্গে সুমাইয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে বুধবার (৬ আগস্ট) মিরপুর ডিওএইচএস এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে ডিবির হেফাজতে নেওয়া হয়।

    ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সুমাইয়ার সম্পৃক্ততা সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে তথ্য আসছিল। যাচাই–বাছাই শেষে তাকে আটক করা হয়। আদালতে সাত দিনের রিমান্ড চাইলেও উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এ মামলার পেছনের ঘটনা শুরু হয় গত ৮ জুলাই, যখন বসুন্ধরাসংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। পুলিশ জানায়, সেখানে প্রায় ৩০০–৪০০ জন অংশ নেন, যাদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্য ছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ছিলেন। বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং শেখ হাসিনার নির্দেশনায় ঢাকায় জমায়েত হয়ে শাহবাগ মোড় দখলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা হয়।

    এই ঘটনায় দায়ের করা মামলায় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকুল হকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তাকে ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। সেনাসদরের ৩১ জুলাইয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ১ আগস্ট আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে।