ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

    স্থগিত হলো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৩:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    এখন থেকে আর স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। এই উদ্দেশ্যে সরকার প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছে। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয় এবং মঙ্গলবার (১৯ আগস্ট) এটি প্রকাশ্যে আসে।

    এর আগে, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

    উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।

    সংশ্লিষ্টদের ধারণা, এই বিধান বাতিল হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন।

    নিউজটি শেয়ার করুন

    স্থগিত হলো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

    আপডেট সময় ০৩:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    এখন থেকে আর স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। এই উদ্দেশ্যে সরকার প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছে। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয় এবং মঙ্গলবার (১৯ আগস্ট) এটি প্রকাশ্যে আসে।

    এর আগে, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

    উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।

    সংশ্লিষ্টদের ধারণা, এই বিধান বাতিল হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন।