স্থলপথে ভারতীয় সুতা আমদানি বন্ধ, খোলা থাকছে সমুদ্রপথ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ৩১০ বার পড়া হয়েছে
ভারত থেকে সুতা আমদানি এখন থেকে আর বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে করা যাবে না। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সরকারি আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
তবে চিন্তার কিছু নেই—সমুদ্রপথ বা অন্য যে কোনো পথে আগের মতোই সুতা আমদানি করা যাবে।
বস্ত্র শিল্পের অনেকে অভিযোগ করেছিলেন, স্থলবন্দর দিয়ে আমদানি করা ভারতীয় সুতার দাম কম হওয়ায় দেশের সুতা তৈরির কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে এনবিআর এই সিদ্ধান্ত নেয়।
এর আগেও, ফেব্রুয়ারিতে বিটিএমএ দাবি তোলে স্থলপথে সুতা আমদানি বন্ধের। এরপর মার্চে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চিঠি দিয়ে একই অনুরোধ জানায় এনবিআরকে—দেশীয় সুতা ব্যবহার বাড়ানোর লক্ষ্যে।
ট্যাগস :