৩৭টি সুপারিশ বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার-প্রেস সচিব

- আপডেট সময় ০৭:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
সংস্কার কমিশনগুলোর দেওয়া মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন ছাড়া ১০টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে বড় পরিসরে আলোচনা হয়েছে। গত সপ্তাহে ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন ছিল বলে জানানো হয়েছিল। আজ জানানো হয়েছে, নতুন করে আরও ২৪৬টি গুরুত্বপূর্ণ ও জরুরি করণীয় সুপারিশ যোগ হয়েছে, যা বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। এ নিয়ে মোট সুপারিশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭টি, যার মধ্যে ৩৭টি বাস্তবায়ন সম্পন্ন এবং ১৪টি আংশিক বাস্তবায়িত হয়েছে। বর্তমানে ৩১৬টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে।
প্রেস সচিব জানান, ২৪৬টি আশু সুপারিশের মধ্যে শ্রম খাতের ৮২টি রয়েছে। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তার প্রস্তাবিত অনেক সুপারিশ চূড়ান্ত পর্যায়ে এবং কিছু ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। নারী কমিশনের ৭১টি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩৭টি, স্বাস্থ্য খাতের ৩৩টি এবং তথ্য মন্ত্রণালয়ের ২৩টি সুপারিশ বাস্তবায়নের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।