ছাদে খেলতে গিয়ে এক নিষ্পাপ শিশুর মৃত্যু!

- আপডেট সময় ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
ছাদে খেলতে গিয়ে এক নিষ্পাপ শিশুর মৃত্যু! এই ঘটনায় নতুন করে নাড়া দিয়েছে স্থানীয়দের হৃদয়। কী ঘটেছিল সেদিন? কেন এত দেরি করে মামলা? বিস্তারিত…
২০২৪ সালের আগস্ট মাস। ঢাকার একটি আবাসিক এলাকার ছাদে বিকেলে খেলছিল ছোট্ট মেয়ে রিয়া, বয়স মাত্র ৭ বছর। হঠাৎ এক বিকট শব্দ, ছাদে লুটিয়ে পড়ে রিয়া। চারদিকে চিৎকার আর আতঙ্ক—রক্তে ভেসে যাচ্ছিল নিষ্পাপ শিশুর শরীর। রিয়াকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান—রিয়ার শরীরে গুলির আঘাত ছিল। কিন্তু প্রশ্ন ছিল, ছাদে খেলার সময় গুলি এল কোথা থেকে? পরিবারের দাবি ছিল, পাশের একটি ফ্ল্যাট থেকে ভুলবশত গুলি এসে রিয়াকে আঘাত করে। তবে ঘটনা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
প্রভাবশালীদের চাপ, আতঙ্ক এবং ভয়ের কারণে মামলা করা হয়নি সেদিন। ১১ মাস পেরিয়ে গেছে। রিয়ার পরিবার এখনও বিচার পায়নি। অবশেষে ২০২৫ সালের জুলাই মাসে তারা থানায় গিয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধ অস্ত্র ব্যবহার করছিলেন, এবং গুলি ছোড়ার সময় কোনো রকম নিরাপত্তা মানেননি। আমার মেয়েটা তো আর ফিরে আসবে না. কিন্তু যারা এই কাণ্ড ঘটালো, তাদের বিচার হোক। আমরা এখন শুধু ন্যায়বিচার চাই।
রিয়ার মৃত্যু আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করায়—
নিরাপত্তাহীন শহরে শিশুদের জীবন কতটা নিরাপদ?
আর বিচার পেতে কেন এত সময় লাগে?
আপনি কি মনে করেন, রিয়া হত্যার সঠিক বিচার হবে? কমেন্টে জানান আপনার মতামত।
শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।