ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

    নিজের মৃত্যুর গুজব ছড়ানো নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প

    ইন্টারন্যাশনাল ডেস্ক
    • আপডেট সময় ১১:১৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সম্প্রতি এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে—তিনি মারা গেছেন। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এ গুজব ট্রেন্ডিংয়ে ছিল এবং বিভিন্ন জায়গায় তা নিয়ে আলোচনা-সমালোচনা হয়। তবে ট্রাম্প নিজেই বিষয়টি উড়িয়ে দিয়ে এটিকে ভুয়া খবর আখ্যা দিয়েছেন এবং সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন।

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সাংবাদিক ট্রাম্পকে তার মৃত্যু নিয়ে ছড়ানো এ গুজব সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, “আমার মৃত্যুর খবর ট্রেন্ডিংয়ে ছিল—এটা আমি জানতামই না। তবে সংবাদমাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে, আর এ কারণেই তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে।”

    সাংবাদিক প্রশ্ন করেন, “সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন? মানুষ কয়েকদিন আপনাকে দেখতে পায়নি। শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছে।”

    এর জবাবে ট্রাম্প হেসে বলেন, “সত্যি বলছেন? আমি তো কিছুই দেখিনি। ব্যাপারটা সত্যিই পাগলামি। আসলে গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সেগুলো খুব ভালোভাবে হয়েছে। তারপর দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তখনই তারা বলা শুরু করল, ‘নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে।’”

    তুলনায় বাইডেনকে টেনে তিনি বলেন, “বাইডেন তো মাসের পর মাস সামনে থাকতেন না, অথচ কেউ কখনও বলেনি যে তার কিছু হয়েছে। অথচ আমরা জানি, তখনও তিনি ভালোই ফিট ছিলেন।”

    ট্রাম্প আরও জানান, “আমি একজনের সঙ্গে দেড় ঘণ্টার সাক্ষাৎকার দিয়েছি। সেটা আপনারা সবাই দেখেছেন, এবং সেটি আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বী চ্যানেলে প্রচারিত হয়েছে। আমি আরও অনেক শোতে অংশ নিয়েছি, ট্রুথ সোশ্যালে অনেক পোস্ট দিয়েছি। সপ্তাহের শেষ দিকে আমি সক্রিয় ছিলাম, এমনকি পোটোম্যাক নদীর পাশে আমার ক্লাবে কিছু লোকের সঙ্গেও দেখা করেছি।”

    নিজের মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি আবারও সংবাদমাধ্যমকে দায়ী করে বলেন, “আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া। এটা এতই ভুয়া যে এর কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম।”

    নিউজটি শেয়ার করুন

    নিজের মৃত্যুর গুজব ছড়ানো নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প

    আপডেট সময় ১১:১৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সম্প্রতি এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে—তিনি মারা গেছেন। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এ গুজব ট্রেন্ডিংয়ে ছিল এবং বিভিন্ন জায়গায় তা নিয়ে আলোচনা-সমালোচনা হয়। তবে ট্রাম্প নিজেই বিষয়টি উড়িয়ে দিয়ে এটিকে ভুয়া খবর আখ্যা দিয়েছেন এবং সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন।

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সাংবাদিক ট্রাম্পকে তার মৃত্যু নিয়ে ছড়ানো এ গুজব সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, “আমার মৃত্যুর খবর ট্রেন্ডিংয়ে ছিল—এটা আমি জানতামই না। তবে সংবাদমাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে, আর এ কারণেই তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে।”

    সাংবাদিক প্রশ্ন করেন, “সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন? মানুষ কয়েকদিন আপনাকে দেখতে পায়নি। শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছে।”

    এর জবাবে ট্রাম্প হেসে বলেন, “সত্যি বলছেন? আমি তো কিছুই দেখিনি। ব্যাপারটা সত্যিই পাগলামি। আসলে গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সেগুলো খুব ভালোভাবে হয়েছে। তারপর দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তখনই তারা বলা শুরু করল, ‘নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে।’”

    তুলনায় বাইডেনকে টেনে তিনি বলেন, “বাইডেন তো মাসের পর মাস সামনে থাকতেন না, অথচ কেউ কখনও বলেনি যে তার কিছু হয়েছে। অথচ আমরা জানি, তখনও তিনি ভালোই ফিট ছিলেন।”

    ট্রাম্প আরও জানান, “আমি একজনের সঙ্গে দেড় ঘণ্টার সাক্ষাৎকার দিয়েছি। সেটা আপনারা সবাই দেখেছেন, এবং সেটি আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বী চ্যানেলে প্রচারিত হয়েছে। আমি আরও অনেক শোতে অংশ নিয়েছি, ট্রুথ সোশ্যালে অনেক পোস্ট দিয়েছি। সপ্তাহের শেষ দিকে আমি সক্রিয় ছিলাম, এমনকি পোটোম্যাক নদীর পাশে আমার ক্লাবে কিছু লোকের সঙ্গেও দেখা করেছি।”

    নিজের মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি আবারও সংবাদমাধ্যমকে দায়ী করে বলেন, “আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া। এটা এতই ভুয়া যে এর কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম।”