ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    পিলখানা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল করিম গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
    • / ২৯৯ বার পড়া হয়েছে

    পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা বিডিআরের সাবেক সিপাহী মো. রেজাউল করিম (৪৯) গ্রেপ্তার হয়েছেন।

    গতকাল রোববার (১১ মে) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

    রেজাউল করিম চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেংগাপাড়া এলাকার বাসিন্দা।

    ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। খালাস পান ২৭৮ জন।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফফর হোসেন জানান, বিশেষ অভিযানে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

     

    নিউজটি শেয়ার করুন

    পিলখানা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল করিম গ্রেপ্তার

    আপডেট সময় ০২:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

    পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা বিডিআরের সাবেক সিপাহী মো. রেজাউল করিম (৪৯) গ্রেপ্তার হয়েছেন।

    গতকাল রোববার (১১ মে) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

    রেজাউল করিম চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেংগাপাড়া এলাকার বাসিন্দা।

    ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। খালাস পান ২৭৮ জন।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফফর হোসেন জানান, বিশেষ অভিযানে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।