পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেডে ‘ছত্রভঙ্গ’ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

- আপডেট সময় ০২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে চাকরিচ্যুত ওই বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মিছিলটি কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন। পুলিশ তাদের সরে যেতে অনুরোধ জানালেও তারা তাতে সাড়া না দিলে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ছোড়ে এবং পরপর ৬টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এতে পুলিশ ও আন্দোলনকারী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কাকরাইল এলাকায়। ধীরে ধীরে আন্দোলনকারীদের সরিয়ে মৎস্যভবন এলাকার দিকে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের প্রতিনিধি যমুনায় পাঠানোর অনুরোধ জানান এবং কাকরাইল মোড় ছাড়তে ১০ মিনিটের আল্টিমেটাম দেন। তবে আন্দোলনকারীরা তাতে রাজি না হয়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ বলপ্রয়োগ শুরু করে।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবি:
১. ক্ষতিপূরণসহ পুনর্বহাল করে চাকরিতে ফিরিয়ে নেওয়া
২. পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিশনের বিভিন্ন ধারা বাতিল
৩. বিডিআর নাম পুনর্বহাল ও কারাগারে থাকা সদস্যদের মুক্তি