ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

    মালয়েশিয়ায় অভিবাসন বিরোধী অভিযানে প্রায় ৪০০ বাংলাদেশি আটক

    ইন্টারন্যাশনাল ডেস্ক
    • আপডেট সময় ১১:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতের আঁধারে পরিচালিত এ অভিযানে মোট ৭৭০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ৪০০ জনই বাংলাদেশি নাগরিক। বুধবার (৩ সেপ্টেম্বর) নিউ স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, “অপস বেলাঞ্জা” নামে পরিচিত এই অভিযান চালানো হয় বুকিত বিনতাং এলাকায়। রাতের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকা মাত্র দুই ঘণ্টার মধ্যে লকডাউন জোনে পরিণত হয়। পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন অভিবাসন কর্মকর্তারা। তিন ব্লকের প্রতিটি প্রবেশ ও প্রস্থানপথ অবরুদ্ধ করে নথি পরীক্ষা চালানো হয়। শত শত অভিবাসী টেবিলের নিচে, দোকানের ভেতরে কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে।

    স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে পুত্রজায়া থেকে আসা অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটির নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান। তিনি জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় বাসিন্দা।

    গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৯৬ জন, এর মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন পুরুষ, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী এবং আরও ৯ জন বিভিন্ন দেশের নাগরিক আটক হয়েছেন।

    বাসরি ওসমান জানান, আটক হওয়া অভিবাসীরা মূলত মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার মতো কারণে অভিযুক্ত। অধিকাংশই দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে মালয়েশিয়ায় নির্মাণকাজ, বাগান এবং ঝুঁকিপূর্ণ এমন সব খাতে কাজ করতে আসেন, যেসব কাজে স্থানীয়রা অংশ নিতে চান না।

    তিনি বলেন, বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের হটস্পট। নাইটলাইফ এবং শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে অভিবাসীরা এখানে ভিড় জমায়। তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    অভিযান চলাকালে একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। সাত থেকে আটজন বিদেশিকে অনলাইন জুয়া খেলতে দেখা যায় এবং তাদেরও আটক করা হয়। এ ছাড়া এলাকার কিছু দোকানপাটও বিদেশিদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, যেখানে অভিবাসীরা একত্রিত হয়ে থাকতেন।

    বাসরি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাইয়ের জন্য প্রথমে পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেওয়া হবে, পরে তাদের আটককেন্দ্রে পাঠানো হবে। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে, যাতে মালিকরা অনুমোদিত কোটার বাইরে কোনো বিদেশি কর্মী নিয়োগ না করতে পারেন।

    নিউজটি শেয়ার করুন

    মালয়েশিয়ায় অভিবাসন বিরোধী অভিযানে প্রায় ৪০০ বাংলাদেশি আটক

    আপডেট সময় ১১:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতের আঁধারে পরিচালিত এ অভিযানে মোট ৭৭০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ৪০০ জনই বাংলাদেশি নাগরিক। বুধবার (৩ সেপ্টেম্বর) নিউ স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, “অপস বেলাঞ্জা” নামে পরিচিত এই অভিযান চালানো হয় বুকিত বিনতাং এলাকায়। রাতের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকা মাত্র দুই ঘণ্টার মধ্যে লকডাউন জোনে পরিণত হয়। পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন অভিবাসন কর্মকর্তারা। তিন ব্লকের প্রতিটি প্রবেশ ও প্রস্থানপথ অবরুদ্ধ করে নথি পরীক্ষা চালানো হয়। শত শত অভিবাসী টেবিলের নিচে, দোকানের ভেতরে কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে।

    স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে পুত্রজায়া থেকে আসা অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটির নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান। তিনি জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় বাসিন্দা।

    গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৯৬ জন, এর মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন পুরুষ, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী এবং আরও ৯ জন বিভিন্ন দেশের নাগরিক আটক হয়েছেন।

    বাসরি ওসমান জানান, আটক হওয়া অভিবাসীরা মূলত মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার মতো কারণে অভিযুক্ত। অধিকাংশই দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে মালয়েশিয়ায় নির্মাণকাজ, বাগান এবং ঝুঁকিপূর্ণ এমন সব খাতে কাজ করতে আসেন, যেসব কাজে স্থানীয়রা অংশ নিতে চান না।

    তিনি বলেন, বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের হটস্পট। নাইটলাইফ এবং শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে অভিবাসীরা এখানে ভিড় জমায়। তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    অভিযান চলাকালে একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। সাত থেকে আটজন বিদেশিকে অনলাইন জুয়া খেলতে দেখা যায় এবং তাদেরও আটক করা হয়। এ ছাড়া এলাকার কিছু দোকানপাটও বিদেশিদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, যেখানে অভিবাসীরা একত্রিত হয়ে থাকতেন।

    বাসরি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাইয়ের জন্য প্রথমে পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেওয়া হবে, পরে তাদের আটককেন্দ্রে পাঠানো হবে। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে, যাতে মালিকরা অনুমোদিত কোটার বাইরে কোনো বিদেশি কর্মী নিয়োগ না করতে পারেন।