ঢাকা-আরিচা মহাসড়কে ফের ডাকাতি: যাত্রীবেশে অস্ত্র দেখিয়ে লুটপাট

- আপডেট সময় ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে অস্ত্র দেখিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজফুলবাড়িয়া এলাকায় ইতিহাস পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। যাত্রীবেশী ডাকাতরা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় বাসটির চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হককে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
যাত্রী সুমন সরকার জানান, চন্দ্রা থেকে বাসে ওঠার পর সাভার পৌঁছালে কয়েকজন যাত্রী ছুরি হাতে যাত্রীদের জিম্মি করে। ডাকাতরা তার কাছ থেকে ৩৫ হাজার টাকা ও অন্যান্য যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
বাসচালক রজব আলী জানান, ডাকাতরা যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়। পরে যাত্রীরা বাসে ভাঙচুর করলে তিনি ও হেলপার এমদাদুল সড়ক পাশে লুকিয়ে থাকেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, অভিযোগ পেয়ে তারা তদন্ত শুরু করেছেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এর আগে ২৪ মার্চ ও ২ মার্চ একই মহাসড়কে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। এছাড়া ১৪ ফেব্রুয়ারি শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনায় তিনজন আহত হন।