মতিঝিলে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

- আপডেট সময় ০৪:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ২৮৬ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের স্বামীর ছোট ভাই মাসুদ হাওলাদারকে এ হামলার জন্য দায়ী করা হচ্ছে।
রোববার দুপুরে গুরুতর জখম অবস্থায় আয়েশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সাক্ষী জেসমিন আক্তার (নিহতের আরেক দেবর পত্নী) জানান, “মাসুদ হাওলাদার গেন্ডারিয়ায় একটি সরকারি কলেজে শিক্ষকতা করেন। সকালে আয়েশা খান বাসার সামনে থাকা অবস্থায় তিনি তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করেন।”
জেসমিন আরো বলেন, আহত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আয়েশা এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা মতিঝিল থানাকে বিষয়টি জানিয়েছি। নিহতের পরিবার ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন।”
মতিঝিল থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।