ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    সরকার নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ, ফেব্রুয়ারিতেই নির্বাচন-আইন উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে, সবকিছু আমরা মাথায় এটাই রাখছি যে, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।”

    রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে থাকে, যা একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তিনি আরও বলেন, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে এমন রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক সেভাবেই হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময়ে কে কী বলবেন, সেটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।

    আইন উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। তিনি নিজে ঘোষণা করেছেন। তার এ ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই।”

    নিউজটি শেয়ার করুন

    সরকার নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ, ফেব্রুয়ারিতেই নির্বাচন-আইন উপদেষ্টা

    আপডেট সময় ০১:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে, সবকিছু আমরা মাথায় এটাই রাখছি যে, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।”

    রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে থাকে, যা একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তিনি আরও বলেন, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে এমন রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক সেভাবেই হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময়ে কে কী বলবেন, সেটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।

    আইন উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। তিনি নিজে ঘোষণা করেছেন। তার এ ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই।”