০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিটির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার (৯ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম শেখ মঞ্জুরে মাওলা ফারানী (২৬)। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার মামুন মিয়ার ছেলে।
রাতে ফারানীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসার আগেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হন। রাত সাড়ে ৯টায় তাকে র‍্যাব সদস্যরা থানায় নিয়ে এসে গাড়ি থেকে নামানোর সময় ফারানীর ওপর ডিম নিক্ষেপ করেন ছাত্ররা। পরে তারা ফারানীর বিচারের দাবি ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী পাঁচ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। বুধবার বিকেলে ভাদুঘর থেকে র‍্যাব সদস্যরা গ্রেফতারের পর রাতে থানায় হস্তান্তর করেছে। তাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিটির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার (৯ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম শেখ মঞ্জুরে মাওলা ফারানী (২৬)। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার মামুন মিয়ার ছেলে।
রাতে ফারানীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসার আগেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হন। রাত সাড়ে ৯টায় তাকে র‍্যাব সদস্যরা থানায় নিয়ে এসে গাড়ি থেকে নামানোর সময় ফারানীর ওপর ডিম নিক্ষেপ করেন ছাত্ররা। পরে তারা ফারানীর বিচারের দাবি ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী পাঁচ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। বুধবার বিকেলে ভাদুঘর থেকে র‍্যাব সদস্যরা গ্রেফতারের পর রাতে থানায় হস্তান্তর করেছে। তাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতে পাঠানো হবে।