০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম জোড়া খুন মামলা: সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ তিন আসামিকে আগামী ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে আদালতের চেম্বারে এ আদেশ দেওয়া হয়।
হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির পর এ রায় আসে। আদালতে রাষ্ট্রের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ট্যাগস :