কুয়েটের হলের তালা ভেঙে প্রবেশ করলেন শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবি

- আপডেট সময় ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। মঙ্গলবার দুপুরে তারা এই পদক্ষেপ নেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি জানানো হয়।
গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘটিত সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়। ওই ঘটনায় প্রায় ১৫০ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং ৩৭ জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। এরপর তারা বিভিন্ন হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। খান জাহান আলী হলের প্রধান ফটকের তালা ভাঙার পর তারা অন্যান্য হলেও একইভাবে প্রবেশ করেন।
এর আগে, ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা সমাবেশ করেন। সেখানে তারা ‘মেক কুয়েট, ফ্রি এগেইন’ স্লোগান দেন। এ সময় বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ এবং হল খুলে দেওয়ার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সোমবার রাতের এক জরুরি সভায় আগামী ২ মে হল খোলা এবং ৪ মে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
এ বিষয়ে কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
বর্তমানে ক্যাম্পাসে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।