০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মিশরের মডেলের সঙ্গে এবার হানি সিংয়ের প্রেম ফাঁস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে

তিনি ভারতীয় র‍্যাপার ও সংগীতশিল্পী হানি সিং। কখনো একাধিক নারীসঙ্গ, কখনও মাদক, কখনও আবার বিচ্ছেদ। এমনি নানা ইস্যুতে জর্জরিত ছিল তার জীবন। এবার আরেক নতুন প্রেম করে আলোচনায় আসলেন হানি।

সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় হানি সিং এক তরুণীকে নিয়ে কেক কাটছেন। আর সেই ছবির দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হয় হানির প্রেম জল্পনা।

তবে কে সেই নারী? ভারতীয় গণমাধ্যম বলছে, হানি সিংয়ের সঙ্গে থাকা সেই তরুণী হলেন মিশরের মডেল এমা বাকর।

ভিডিওতে দেখা যায়, হানি সিং কেক কাটার পর এমাকে বাহুডোরে আগলে নেন। এরপর দুজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত প্রেমেই পড়েছেন র‌্যাপার। রেস্তোরাঁতে পাশাপাশি বসেছিলেন দুইজনও।

সেই ভিডিও শেয়ার করে হানি তার প্রেয়সীকে ‘ক্লিয়োপেট্রা’ বলে সম্বোধন করেন।

এর আগে হানি সিং শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন ছিলেন। টানা ১১ বছর সংসার করেন তারা। এরপর ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে জড়ান হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিশরের মডেলের সঙ্গে এবার হানি সিংয়ের প্রেম ফাঁস

আপডেট সময় ০১:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

তিনি ভারতীয় র‍্যাপার ও সংগীতশিল্পী হানি সিং। কখনো একাধিক নারীসঙ্গ, কখনও মাদক, কখনও আবার বিচ্ছেদ। এমনি নানা ইস্যুতে জর্জরিত ছিল তার জীবন। এবার আরেক নতুন প্রেম করে আলোচনায় আসলেন হানি।

সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় হানি সিং এক তরুণীকে নিয়ে কেক কাটছেন। আর সেই ছবির দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হয় হানির প্রেম জল্পনা।

তবে কে সেই নারী? ভারতীয় গণমাধ্যম বলছে, হানি সিংয়ের সঙ্গে থাকা সেই তরুণী হলেন মিশরের মডেল এমা বাকর।

ভিডিওতে দেখা যায়, হানি সিং কেক কাটার পর এমাকে বাহুডোরে আগলে নেন। এরপর দুজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত প্রেমেই পড়েছেন র‌্যাপার। রেস্তোরাঁতে পাশাপাশি বসেছিলেন দুইজনও।

সেই ভিডিও শেয়ার করে হানি তার প্রেয়সীকে ‘ক্লিয়োপেট্রা’ বলে সম্বোধন করেন।

এর আগে হানি সিং শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন ছিলেন। টানা ১১ বছর সংসার করেন তারা। এরপর ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে জড়ান হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।