কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক সার্ভিস চালু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম সি-ট্রাক মহেশখালীর উদ্দেশে রওনা দেয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই সেবার উদ্বোধন করেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধন শেষে সি-ট্রাকে করে মহেশখালীর উদ্দেশে রওনা দেন।
বিআইডব্লিউটিএ কক্সবাজার নদীবন্দরের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান জানান, এই নৌপথে যাত্রী ভাড়া ৪০ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু ছিল। স্থানীয়রা আশা করছেন, সি-ট্রাক চালু হওয়ায় মহেশখালীবাসীর যাতায়াতের কষ্ট অনেকটা কমবে।
ট্যাগস :